Breaking News
Home / Breaking News / মানিকগঞ্জে গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য, রিমান্ডের আবেদন

মানিকগঞ্জে গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য, রিমান্ডের আবেদন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলার ৭ সদস্য ডাকাতকে আটক করেছে পুলিশ।
মামলা রুজু হওয়ার পর মামলার আই,ও এসআই (নি:) সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মো: জাকারিয়া হোসেন, সার্কেল অফিসার তানিয়া সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার দের ঐকান্তিক প্রচেষ্টায় আন্ত:জেলা ডাকাত আটক করতে সক্ষম হয়। এরা হলেন ১। রুস্তম (৫০), পিতা- মৃত কদ্দুস, মাতা- সুক্কুরি বেগম, সাং- মীরহাটাইল, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ ২ । মো: বাবুল হোসেন (৩৬), পিতা- মো: বহুত আলী বেপারী, মাতা- সবুরা খাতুন, সাং- রতনদিয়া, থানা-শাহজাতপুর, জেলা- সিরাজগঞ্জ। ৩। মোস্তফা কামাল ( ৩৭), পিতা- মো: শফিকুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং- চর পাঁচুরিয়া, থানা- চৌহালী, জেলা- সিরাজগঞ্জ ৪। এলাহী @ ইমন(৪০), পিতা- মৃত আমজাদ @ আঞ্জু শেখ, সাং- ওয়াইল /কান্দা ওয়াইল, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ ৫। মো: আরিফ শেখ (২৬), পিতা- মো: নুরু শেখ , মাতা- মজিদা খাতুন, সাং- চরকাটারী, থানা-দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ ৬। ছানোয়ার হোসেন ছানু (২৬), পিতা-ইউসুফ আলী শেখ , মাতা- সোহাগী বেগম, সাং- জাফরগঞ্জ ধুসর ষ্ট্যান্ডের বাম পাশে, থানা- শিবালয়, জেলা- মানিকগঞ্জ ৭। মো: রুবেল (২৬), পিতা- মো: আব্দুল শেখ, মাতা- কমলা খাতুন , সাং- চরকাটারী, থান-দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ।
পরবর্তীতে আসামীদের দেখানো মতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার রেজি নং- ঢাকা মেট্রো খ-১১-৫৩১৩ এবং মামলায় লুন্ঠিত টাকার মধ্যে হইতে নগদ ২১ হাজার টাকা,২ টি চেইন ও একজোড়া কানের দুল সর্বমোট ওজন ২ ভরি এবং বিভিন্ন কোম্পানীর ০৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।

Powered by themekiller.com