Breaking News
Home / Breaking News / মতলব উওরে জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ১৩২

মতলব উওরে জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ১৩২

এইচ এম ফারুক ঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
কুমিল্লার অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার প্রথমদিন শান্তিপ‚র্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলার ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায়া ৭ হাজার ৪শ’৫৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। তন্মধ্যে জেএসসি’তে ৬হাজার ৯শ’ ২জন আর জেডিসি’তে ৫শ’৫৫জন। বাংলা প্রথম দিনে জেএসসিতে ৮৭ জন ও জেডিসিতে ৩২ জন অনুপস্থিত।
নাউরী আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ে ১৩শ’ ৭২জন, অনুপস্থিত-২১; ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহন করবে ১২শ’ ২৭জন, অনুপস্থিত-১২; বাগানবাড়ী আইডিয়াল একাডেমীতে ১১শ’ ৮জন, অনুপস্থিত-৫; দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ’ ৮৮জন, অনুপস্থিত-১৩; ওটারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৮৯জন, অনুপস্থিত-১৩; নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৬৭জন, অনুপস্থিত-৫; জমিলাখাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ’ ৯৭জন, অনুপস্থিত-৬, ভোক-৬; সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ’ ৮৬জন, অনুপস্থিত-৫, ভোক-২; নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ’ ৬৭জন, অনুপস্থিত-১; ফরাজীকান্দি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩শ’ ২৪জন, অনুপস্থিত-১৫ এবং আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২শ’ ৩১জন, অনুপস্থিত-১৭ জন।

Powered by themekiller.com