Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শুভা লাহিড়ীর অসাধারণ কবিতা “সবুজের_আহ্বান “

কলকাতার কবি শুভা লাহিড়ীর অসাধারণ কবিতা “সবুজের_আহ্বান “

#শিরোনাম_সবুজের_আহ্বান
#কলমে_শুভা_লাহিড়ী
#তারিখ_15_01_2022
★★★★★★★★★★★★★★

প্রকৃতির আহ্বানে দিয়ে আমি সাড়া,
সবুজের দেশে গিয়ে হই দিশেহারা!
সবুজ বনানী সব মরে আফসোসে!
বিলীন হচ্ছে তারা আমাদেরই দোষে!

তাই নাকি তারা মুখ ফিরিয়ে নিয়েছে!
এই ফাঁকে ভাইরাসও দেখা যে দিয়েছে!
চারিদিকে হাহাকার O2 গ্যাস চাই!
গাছগুলো হাত তুলে বলে কোথা পাই!

তোমরা তো আমাদের অবহেলা করো
তাইতো মোদের কেটে ফ্ল্যাট বাড়ি গড়ো!
ফ্ল্যাট বাড়ি হোক তবুও চাই অক্সিজেন!
এত বড়ো সত্যিটা সবে ভুলেই গেছেন!

কানে কানে কথাগুলো বললো যখন!
সম্বিত এলো ফিরে বুঝিনু তখন!
মান আর হুঁশ নিয়ে মানুষ জাতি!
সবকিছু হারিয়ে কাঁদে দিবারাতি!

এখনও সময় আছে,ঠিক করে চলো!
সকল কেই জন্মদিনে গাছ দিতে বলো!
সবাই যদিও ঠকায় ,গাছ কভু নয়!
পরিবেশ দূষণের রইবে না ভয়!

সবুজ বনানী দেখে ভাইরাস বলে!
হেথা থেকে লাভ নাই,চলো যাই চলে!
তখন আমরা সবে, নিরাপদ হবো!
মনের সুখেতে মোরা হেসে খেলে রবো।

Powered by themekiller.com