Breaking News
Home / Breaking News / কবি শিবাজী বসু এর কবিতা ” সেদিন আমি বড়ো হলাম”

কবি শিবাজী বসু এর কবিতা ” সেদিন আমি বড়ো হলাম”

সেদিন আমি বড়ো হলাম।

শিবাজী বসু১৪/১/২২

মা আমাকে ডেকে বললো যেদিন ,খোকা,কৌটোর ঢাকা টা খুলে দে। আমি খুলে দিলাম।
এর পর থেকে প্রায়ই ডাক আসতো। নারকোল টা ছাড়িয়ে দে, দিদি পড়তে গেছে,দেখতো ,গিয়ে নিয়ে আয়। বাবা বাজারে যাবে সঙ্গে যা, ভারী ব্যাগ টা ধরিস।আরো কতো কি।

পুরুষ হবার প্রথম ধাপ গুলো পর পর পেরোলাম।
আর একটু বড়ো হতে আসে পাশে থেকেও ডাক এলো।
কারণে,অকারণে আমাকে কাছে ডাকতো,কারণ টা পুরুষ ঘটিত।।।।।

আজও সেই ডিউটি দিয়ে যাচ্ছি।সংসারের কতো কাজ, কতো রকম সমস্যা, প্রশংসা কম, অভিযোগ বিস্তর।
মা তুমি কেনো আমাকে এত বড় কোরে দিলে।থাকতাম বেশ তোমার আসে পাশে।ক্ষিদে পেলে খাইয়ে দিতে,আঁচল দিয়ে মুখটা মুছে দিতে।

ছোটো বেলায় সবাই বলতো…বড়ো হয়,বাবা,মাকে দেখতে হবে বুড়ো বয়সে।

আমাকে বুড়ো বয়সে কে দেখবে…কেউ সেদিন বলেনি
কেনো মা?

Powered by themekiller.com