Breaking News
Home / Breaking News / চাঁদপুরে প্রয়াত শিল্পী তাহমিনা হারুন এর স্মরণ সভা অনুষ্ঠিত

চাঁদপুরে প্রয়াত শিল্পী তাহমিনা হারুন এর স্মরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মোহাম্মদ সিন্টুঃ
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, আলোচনা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রয়াত কণ্ঠশিল্পী তাহমিনা হারুন স্মরণে সংগীত পরিবেশনা এবং গুনিজনদের সম্মাননার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে এবং গ্যালাক্সী রিসোর্ট লি. নিবেদিত সপ্তাহব্যাপী ‘সম্প্রীতির বন্ধন’ উৎসবের ২য় দিন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। ২য় দিনের কার্যক্রমের মধ্যে সন্ধ্যায় প্রয়াত কণ্ঠশিল্পী তাহমিনা হারুন স্মরণে সংগীত পরিবেশনা করা হয়। সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী অনিতা নন্দী, মৃনাল সরকার।
সংগীত পরিবেশনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, আমি গান ভালোবাসি। ছোটবেলা থেকেই গান শুনতাম। আজকের যে ৬টি গান শুনেছি সেসবগুলো একেবারেই অবিকল ছোটবেলায় যা শুনেছিলাম তাই এখন যেন শুনলাম। এডিসি আরো বলেন, আমরা মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে চেষ্টা করছি গৌরবোজ্জ্বল শিল্পকলা একাডেমী যেন সামনের দিকে এগিয়ে যায় এবং এই শিল্পকলা থেকে যেন আরো অনেক গুনি শিল্পী বের হয়ে চাঁদপুরকে আরো গৌরবান্বিত করেন তার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Powered by themekiller.com