Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “ব্যাটা ছোট লোকের ছেলে”

কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “ব্যাটা ছোট লোকের ছেলে”

ব্যাটা ছোট লোকের ছেলে
সোনালী আদক
১৪/০১/২২

ওমা একটি সাফ জামা আমায়, আজ পড়িয়ে দাওনা
বাবুর বাড়ি অনুষ্ঠানে মেলা, খাওয়া দাওয়ার বাহানা
দেখি যদি দয়া করে ওরা, কিছু খাবার দেয় নাকি
অনেক দিন ভালো মন্দের তরে, পেট কোলে করে রাখি
বাপ মোর ছেড়ে চলে গেলো, অন্ধ মায়ের কাছে ফেলে
লোকে দেখে আর বলে, ব্যাটা ছোট লোকের ছেলে।
কতো দিন পেট ভরে, দুমুঠো ভাত খাইনি গো মা
এঁটো ঝুটা তাই সই একটাও, ভাত নষ্ট করবো না
বাবুদের ঐ ছেলে গুলো, কেমন নষ্ট করে খাবার
তাই দেখে আফসোস করি, যদি সু্যোগ মিলতো পাবার
সব চেটে পুটে খেয়ে দেখিয়ে দিতাম ,খাওয়া কাকে বলে
বলে বলুক ওরা আমায়, ব্যাটা ছোট লোকের ছেলে।
খায়না ওরা বায়না করে,তাও সাজিয়ে দিতে থালা
এক মিনিটেই মিটিয়ে নিতাম, পেটের খিদের জ্বালা
চাইনা আমি চিকেন মোমো, কাটলেট কিংবা চাউ
এক থালা ফ্যান ভাত, রোজ রোজ মিলতো যদি ফাউ
সাফ জামাটা দেখে আমার, বাবুরা হাসি মজার ছলে
বলে কেমন চিকনা দিয়েছে, ব্যাটা ছোট লোকের ছেলে।
তাড়াতাড়ি যেতে দাওনা আমায়, খাবার ফুড়ালো বুঝি
খিদের জ্বালা সইতে নারি, ডাস্টবিনেই উচ্ছিষ্ট খুঁজি
কুকুর বিড়ালও হামলা জমায়, আমার সাথে সাথে
খানিক উচ্ছিষ্ট রাখে, বাবুরা রঙিন কাগজের পাতাতে
চোখ বুজে ঘ্রাণ নিই, বাবুদের সুস্বাদু খাবারের গন্ধে
প্রান যায় যায় কাড়াকাড়িতে, হিংস্র পশুদের সঙ্গে দন্ধে
এমন দৃশ্য দেখে বাবুরা, ছুঁড়ে গরম জল দেবে ঢেলে
একসাথে হেসে বলবে সক্কলে, ব্যাটা ছোট লোকের ছেলে।।

Powered by themekiller.com