Breaking News
Home / Breaking News / আক্রান্ত ও মৃত্যুর হার বাড়লেও স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা

আক্রান্ত ও মৃত্যুর হার বাড়লেও স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা

অনলাইন নিউজঃ
১৩২ দিন পর দেশে আবার এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এ ছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে নতুন রোগী শনাক্তের হারও ১২ শতাংশের বেশি। আর ৮৮ দিন পর আবারও এক দিনে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ ছাড়াল। গতকাল বৃহস্পতিবার করোনা প্রতিরোধে দেশে নতুন করে বিধি-নিষেধের শুরুর দিনে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বিপরীতে দেশজুড়েই স্বাস্থ্যবিধি মানায় চরম উদাসীনতা দেখা গেছে। গতকাল অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে তিন হাজার ৩৫৯ জন। এ সময় ১২ জন মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১২৩ হলো। শনাক্ত হয়েছে ১৬ লাখ চার হাজার ৬৬৪ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের একজন, ৭১ থেকে ৮০ বছরের দুজন, ৬১ থেকে ৭০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ২১ থেকে ৩০ বছরের একজন মারা গেছে। এদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রামের একজন, খুলনার একজন, বরিশালের একজন এবং ময়মনসিংহের একজন।

Powered by themekiller.com