Breaking News
Home / Breaking News / কবি অরিন্দম চট্টোপাধ্যায় এর কবিতা “আমাদের বিবেকানন্দ”

কবি অরিন্দম চট্টোপাধ্যায় এর কবিতা “আমাদের বিবেকানন্দ”

আমাদের বিবেকানন্দ
অরিন্দম চট্টোপাধ্যায়

উৎসব মুখর জেন্দুরের বাড়ি, প্রশস্ত উঠোন
দিন গড়িয়ে পড়ন্ত বিকেল
চারিদিকে গাছ,পাখিদের সন্ধ্যাবেলার আড্ডা
পিতামহ ও আমি মাঝখানে বাবা
কথায় কথায় এনে দাঁড় করালেন
রামকৃষ্ণের উত্তরসূরী ও আমাদের বিবেকানন্দ
উচ্চারিত হতে থাকল ঊনচল্লিশ বছরের বিষ্মিত জীবনের গল্প
চরাচর জুড়ে ছড়িয়ে যেতে থাকল চিত্রায়িত প্রতিবিম্ব
শিমুলিয়া বাড়ির চৌকাঠ থেকে পরিব্রজনায়
বিশ্বআকাশ
যুক্তিবাদী মন থেকে আধ্যাত্মবাদ,
ঈশ্বর অস্তিত্ব থেকে দয়ালু মুক্তি সাধক
পাশ্চাত্যকে চেনালেন প্রাচ্য বেদান্তে
বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, শান্তি, জাতীয়তাবাদ
মানবতাবাদী জীবন দর্শন, ভেদাভেদহীন সমাজ…
এমন সময় হ্যারিকেন আলো উজ্জ্বল করে গেলেন আমার পিতামহী,আলোর সামনে আমরা
কয়েকটা পোকা উড়ছে, গল্প গড়াচ্ছে…
রাত্রি গভীর থেকে আর ও গভীরে….
উজ্জ্বল শিখার মতন দৃষ্টি, আলোকিত দেশ, উপত্যকা
তার চারপাশ জুড়ে অভাবী জলধারা
.তবুও কঠোর পরিশ্রমে এক নতুন ভারতের স্বপ্ন…
রাত জাগা পাখি উড়ছে, অন্ধকার ক্রমশ হীন
মেঘের ভেতর থেকে হেঁটে যাচ্ছেন
হাতে তার কমণ্ডলু, লাঠি, ঘাড় ঘুড়িয়ে দেখছেন
তাঁর ভারতবর্ষকে আর উচ্চারণ এ আসছে
‘ওঠো, জাগো, থেমো না,
যতক্ষণ না লক্ষে পৌঁচোচ্ছ’……

তিনি আমাদের বিবেকানন্দ, আমাদের বিবেকানন্দ

@ অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা ৭০০০৬০, বেহালা,মো ৯৪৩৩১৩৪৭৬১, হো ৭৫০১৭৭৮২৯১

Powered by themekiller.com