Breaking News
Home / বিচিত্র খবর / প্রত্যাগমনের প্রতীক্ষায়

প্রত্যাগমনের প্রতীক্ষায়

প্রত্যাগমনের প্রতীক্ষায়
-মো.হুমায়ুন কবির

তোমার প্রত্যাগমনের প্রতীক্ষায়
কবি’র কবিতা অসম্পূর্ণ রয়ে গেলো
পায়ের দু’পাতায় শিশির ভেঙে তুমি
চলে গেলে দূরে একাকী
তোমার আলতো পায়ের নিবিড় ছোঁয়ায়
চমকালো ঘাস ও নরোম মৃত্তিকা
তোমার কাজল কালো সুনিপুণ চাউনিতে
কী ভীষণ সচকিত কবি
তোমার না বলা ব্যকুলতা
সহসা দুলিয়ে গেলো কবি’র গহীন ভেতর
বৈশাখী ঝড় যেমন
দোলায় অরণ্য সবুজ বৃক্ষ
তোমার ওই হালকা বেণী
আর মোলায়েম হাসিতে আটকে গেছে
বেদনার্ত কবিতার অসহায় ভাষা
তুমি না এলে
আমি হয়ে যাবো নির্বোধ পাথর
স্থবির সৌধ কিংবা নিঃসঙ্গ পাহাড়ি ঝর্ণা
একাকী বৃক্ষ অথবা বিজন প্রান্তর
শুধু তোমার চকিত প্রত্যাবর্তনই
ফেরাতে পারে কবিতার প্রাণ
চেতনা ও অনুভবে জাগাবে শিহরণ
একটি কবিতার
ভরাট যৌবন নির্মাণ করবো বলে
তোমার প্রত্যাগমনের প্রতীক্ষায় আছি।

Powered by themekiller.com