Breaking News
Home / Breaking News / চাঁদপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় দোকান ভাংচুর, আহত ২

চাঁদপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় দোকান ভাংচুর, আহত ২

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর শহরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আহত ২, দোকান ভাংচুর এর খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটে চাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড জে টি সি কলোনী চার রাস্তা মোড়ে নাছিমা স্টোরে। গত ১১জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ টায় ও রাত ১০ টা ৩০ মিনিটে। ঘটনার সুত্রে আহত নাছিমা বেগম(৪৫) ও তার স্বামী টিটু খান(৫০), পিতা মৃত হারুন জানায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নাছিমা স্টোর আমার স্বামী দোকান বসে সদাই বিক্রি করতেছে প্রতিনিয়ন কিন্ত বিপ্লব ছৈয়াল (২৩) পিতা করিম ছৈয়াল সে দিঘ্য দিন দোকানের সামনে দারিয়ে মাদক বিক্রি করে। সেই জন্য আমার স্বামী বিপ্লব কে মাদক বিক্রি জন্য নিষেধ করলে আমার স্বামী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। পরে তার পরিবারের জুম্মন ফকির,(২৫) বোন ফেন্সি ফকির,জুমা ফকির,পিতা মন্নান ফকির সহ আরো কয়েক জন মিলে আমার দোকানে দেশীও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর, আমার স্বামী কে ও আমাকে মারদোর করে নিলাফুলা জখম করে।দোকানে বিক্রি করা টাকা নগদ ২৫ হাজার টাকা, আমার গলার স্বর্ণের চেইন এক বরি ওজন ও কানের দুল নিয়ে যায়। সে আরো জানায় তাদের পরিবারে সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আর বিভিন্ন লোক কে ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করে। অন্যদিকে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায়। এ বিষয়ে আহত নাছিমা বেগম চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনা নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।

Powered by themekiller.com