Breaking News
Home / Breaking News / পটুয়াখালীতে পাচারকালে ১৩ মণ জাটকা জব্দ

পটুয়াখালীতে পাচারকালে ১৩ মণ জাটকা জব্দ

অনলাইন নিউজঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১০ মণ জাটকা ও তিন মণ চাপিলা মাছ জব্দ করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার চাপলীবাজার স্ট্যান্ড থেকে চারটি ডালায় রাখা ওই মাছগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
কুয়াকাটা নৌপুলিশের ইন্সপেক্টর আখতার মোর্শেদ জানান, কাউয়ারচর সাগর মোহনা থেকে ট্রলারে করে মাছ শিকার করে পটুয়াখালী নেওয়ার জন্য চাপলী বাজারে এ মাছ নিয়ে আসা হয় রাতের আঁধারে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে ওই পরিমাণ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ বুধবার দুপুরে কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। ওই মাছের মূল্য আনুমানিক এক লাখ টাকা। অবৈধ সুক্ষফাঁসের বেড় ও নেট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের রেণু শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান।

Powered by themekiller.com