Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “আমি সেই মেয়ে”

কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “আমি সেই মেয়ে”

আমি সেই মেয়ে
সোনালী আদক
১১/০১/২২

শৈশবের দুরন্তপনা কাটিয়ে, যৌবনে পদার্পনে ,গাঁটছড়ায় আবদ্ধ চার হস্তে
নতুন সম্পর্ক, নব জীবনে ক্রমে আয়ত্তে আনা, ঘাম ঝরানো আপসে
শত ব্যাথা বয়ে,
আমি সেই মেয়ে।
রাত দুপুরের আবদারে, নিজের করে মুখ লুকিয়েছি, নতুন চাদরে
ভরিয়ে দিয়েছি নতুন মমতায়, জড়িয়ে নিয়েছি, অজানা গোত্রের আদরে
আত্ম ত্যাগ সয়ে,
আমি সেই মেয়ে।
আপন আশা আকাঙ্খা তুচ্ছ করে,চাওয়া পাওয়ার হিসেবে,পিছন ফিরে
গা ভাসিয়েছি, নতুন হালখাতার আমন্ত্রণে, দু’চোখে ঠাসা স্বপ্নের ভিড়ে
ভাটায় তরী বেয়ে,
আমি সেই মেয়ে।
নিজ গুনে বরাদ্দ, অদূর ভবিষ্যতের বড়াতে,অনিচ্ছার দীর্ঘ বিরতি টেনে
এতটুকু ,এতদূর, এঅবধি, ঘুঙুরের লাগামে বেড়াজালে, নিয়েছি গন্ডি মেনে
নিতান্তই এক ঘেয়ে,
আমি সেই মেয়ে।
ব্যস্ততার সকাল ,দায়িত্বের দুপুর ,অপেক্ষার বিকেলে বুক বাঁধি তাসের ঘর সাজিয়ে
ভালো লাগার সন্ধ্যে, আবেগের রাত, রূপকথা চোখের কোনে ভাসিয়ে
তোমাতেই চেয়ে,
আমি সেই মেয়ে।
দিবানিশি বিনা পারিশ্রমিকের বধূর চাকরিতে,নেই কোনো স্থায়িত্ব, মাসোহারা
সময়ের সঙ্গে বদল হওয়া ঠিকানায়, জীবন গড়ে অস্থায়ী নীড়, দিশেহারা
শূন্যতার ভয়ে,
আমি সেই মেয়ে।
শত ব্যাথা সহ্য করে ,প্রসব যন্ত্রণায় কাতরেছি, বত্রিশটি নাড়ি ছিঁড়ে
সুখের চিরাগ তুলে দিয়েছি, বিনা স্বার্থে, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে
অশ্রু বারি ধেয়ে,
আমি সেই মেয়ে।
সন্তানের ভবিষ্যৎ গড়ায়, অনিদ্রা ও বিলাসিতা হীন দৈন নিঃশ্বাসে
উচ্চ শিক্ষা,উচ্চ সন্মানে অধিষ্ঠিত সন্তানে,স্বস্তির নিঃস্বার্থ বিশ্বাসে
প্রতীক্ষায় ছেয়ে,
আমি সেই মেয়ে।
সন্তান সুখে ব্রতী হয়ে, অনিদ্রা অভুক্ত উদরে, কাটিয়েছি কতো সূর্যাস্তের বেলাতে
জীবনের নির্মম পরিহাসে, বন্ধন ছিন্ন অন্ধকারে বন্দি, কটুক্তি ভাগ্যের খেলাতে
অবসন্নতার অবক্ষয়ে,
আমি সেই মেয়ে।
অকৃপণ মুষ্ঠি উজাড়ে, দিয়েছি সকলেরে,শেষ জীবন পর্যন্ত দুহাত মেলে
বার্ধক্যের দোরগোড়ায়, অকেজো শুধায় না কেউ, দুবেলা না খেলে
অস্থি মজ্জা ক্ষয়ে,
আমি সেই মেয়ে।
অসন্মান,বিষন্নতায় ভরা, ভয় পায় না কেহ,ব্যস্ততা দায়িত্ব নিয়েছে কেড়ে
নিতান্ত অবগ্যা অবহেলা, আর অসুস্থতায়,দু গাল গড়িয়ে অশ্রু ঝরে
রাধামাধবের চরণদ্বয়ে,
আমি সেই মেয়ে।

Powered by themekiller.com