Breaking News
Home / Breaking News / কবি গোলাম রব্বানী এর কবিতা ” সহ্য কর বিষাদ “

কবি গোলাম রব্বানী এর কবিতা ” সহ্য কর বিষাদ “

সহ্য কর বিষাদ

বিষাদের রঙ মন ছুঁয়েছে,
থাক এসব তো আমার বলতে বারণ
অসহ্যদের অসুখ!

আমি বললেই যত দোষ,
তোমরা বলেই সুখ।

-ঠিক আছে বাপু
এই রইলাম চুপ
গীবতের গুহা বন্ধ করলাম মুখ।

যদি হও উল্লসিত
নয় গীবতের সুর

তবে দেখা যাক
কি বেঁধে হয় অসুখ

ঐ বিষাদের ছত্রছায়া
আড্ডা ছড়া বিষ

তাদের থেকেও চুপতে হবে
গ্রহণ করে ইস!

✍️ গোলাম রব্বানী
কোন বিষয়বস্তুর প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে সত্যের বিনাশ ঘটানো হচ্ছে পরাজিত বরণ। আবার অনেকে আছে, স্বেচ্ছায় অন্যকে ভাল রাখার জন্য এ সহ্যকৃত পরাজয় যেন অতি সামান্য।

-সেরূপ, আমার বন্ধুদের প্রতি এ সহ্য, সদ্য হতে আবদ্ধতায় রইলাম। প্রতিবাদ চুপ থাক, সহ্যতা বৃদ্ধি পাক।

Powered by themekiller.com