Breaking News
Home / Breaking News / ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ২৯৭টি প্রকল্পের উদ্ধোধনে চাঁদপুরে আনন্দ মিছিল

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ২৯৭টি প্রকল্পের উদ্ধোধনে চাঁদপুরে আনন্দ মিছিল

এম. আর হারুন ঃ চাঁদপুরসহ দেশের কয়েকটি জেলা উন্নয়নের ক্ষেত্রে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প গুলো উদ্ধোধন করেন। এ উদ্ধোধন গুলো দেশ তথা সারা বিশ্বে স্বাক্ষী হয়ে থাকবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এমন উদ্যোককে চাঁদপুরবাসীসহ কয়েকটি জেলায় স্মরনীয় হয়ে থাকবে। বিগত বছর গুলোতে নির্বাচনমুখী এমন উদ্যোগ কোনো মন্ত্রী আজ অব্দী উদ্যোগ গ্রহন করেননি বলে মন্তব্য ওঠে আসে জনগনের মধ্যে। তবে এ যাবৎকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত রাখায় কয়েকটি জেলা উপজেলায় আনন্দ মিছিল বের হয়। আওয়ামীলীগের অঙ্গসংগঠনসহ আপামর জনতা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী নির্বাচনে দেশ এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় অভিমত প্রকাশ করছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা জেলা প্রশাসনের সভাকক্ষে প্রোজাক্টারের মাধ্যমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীর, সাধারন সম্পাদক মির্জা জাকির, জেলা যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ জেলা ও শহর আওয়ামীলীগসহ আপামর জনতা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে আমার আপ্রান চেষ্টা অব্যাহত রয়েছে। এ দেশের মানুষ যেনো সকল সুবিধা ভোগ করতে পারে সেদিকে আমার দৃষ্টি অব্যাহত থাকবে। তবে আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন হলেই চাঁদপুরসহ অবহেলিত জেলা গুলোতে উন্নয়নমুলক কাজে অগ্রগতি হবে। এ দেশ এখন আর গরীব রাষ্টে নেই, উন্নয়নমুলক কাজের কারনেই অপার সৌন্দর্য মহিমাম্বত হওয়ার সুযোগ রয়েছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীগকে আবারো সরকার গঠন করা হলে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে। সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর পর থেকে চাঁদপুরের বিভিন্ন উজেলায় আনন্দ মিছিল বের হয়। উচ্ছাসিত মিছিল গুলো সারা দেশে সাড়া ফেলেছে। তবে আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই চাঁদপুর একটি মডেল চাঁদপুরে রুপান্তরিত হবে বলে প্রত্যাশা দেন, এমনকি যে কেউ মনোয়ন পেলে একযুগে সবাই কাজ করবেন। তিনি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তবে চাঁদপুর সদর, হাজীগন্জে আনন্দ মিছিলটি ব্যাপক সাড়া ফেলেছে। আগামীর উন্নয়নকে অভিনন্দন জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং উন্নয়নের ফলশ্রুতি অবধারিত বলে চাঁদপুরবাসী আশা প্রকাশ করেন।

Powered by themekiller.com