Breaking News
Home / Breaking News / কবি রুনা ব্যানার্জী মিত্র এর কবিতা “সময়”

কবি রুনা ব্যানার্জী মিত্র এর কবিতা “সময়”

সময়..

যে যেমন মানুষ ই হোক না কেন,সময়কে চায় সবাই।সময় কাউকে না চাইলেও,প্রতিটি মানুষের দরকার সময়কে।সব কিছু উপার্জন করা যায়, বেঁধে রাখা যায়,দাবি করা যায়,কেড়ে নেওয়া যায়।সাময়িক হলেও হাতের মুঠোয় থাকে পার্থিব সকল কিছু।কিন্তু সময়ই একমাত্র যা প্রতি পলকে সরে যায় হারিয়ে যায় সবার থেকে।বাঁচাতে যে বুক ভরা নিশ্বাস সেও ছোটে সময়ের সাথে।অস্থির অনিশ্চিত রূপে।সত্যিই কি সময়কে পাওয়া যায়?যাকে পেতে মানুষ এগিয়ে চলে জীবনের শেষদিনে।সকল সৃষ্টি সময়ের কাছে বন্দি।যা সাধারণ মানুষ ঈশ্বর আর বিজ্ঞান প্রকৃতি বলে মানে আক্ষরিক অর্থে সেই কিন্তু সময়।সে ছুটছে নিজের গতিতে।তার তালে তাল মেলাত গিয়ে দম বন্ধ হয়ে হাঁপিয়ে মরছে সৃষ্টির সব থেকে বুদ্ধিমান প্রাণী।দিন থেকে রাত আবার রাত থেকে দিন মানুষ ঘুরছে সময়ের সাথে। সময়ের শুরু শেষ মাপার চেষ্টা করে নিজের জীবনের আয়ু দিয়ে আলোকবর্ষের গতিতে।মানুষ তার মস্তিষ্কের শত ভাগের মাত্র দশ ভাগ ব্যবহার করতে পারে।কিন্তু সময়ের খেয়ালে শত ভাগের শত ভাগই ব্যবহার করলেও কি মানুষ কখন কোন দিন সময়ের সাথে ছুটতে পারবে??

Powered by themekiller.com