Breaking News
Home / Breaking News / কচুয়ায় রহিমানগর বাজারে আবারো দুর্ধর্ষ চুরি!! প্রায় ৮/১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কচুয়ায় রহিমানগর বাজারে আবারো দুর্ধর্ষ চুরি!! প্রায় ৮/১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
আবারও এবং অহরহ একের পর এক কচুয়া উপজেলার রহিমানগর বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেই আসছে। এবারের ঘটনা মধ্যবাজারের শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে প্রকাশ্য সড়কের পশ্চিম পাশে পাটওয়ারী ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক জাফর ইকবাল জানান এবং দেখান আধাপাকা বিল্ডিং দোকানের প্রথমে চাউনির টিন খুলে,দ্বিতীয়তে সিলিং এর উপর জালী রড় কেটে এবং তৃতীয়তে সিলিং এর হার্ডবোর্ড কেটে সংঘবদ্ধ চোর ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ অনেক গুলো দামি মোবাইল সেট নিয়ে যায়। যাহার সর্বমোট অনুমান মূল্য ৮/১০ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত জাফর ইকবাল জানান। তিনি রবিবার (৯ জানুয়ারি) কচুয়া থানায় অভিযোগ করলে এসআই দেলোয়ার হোসেন সরজমিনে এসে ঘটনাটি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত জাফর অত্যান্ত দুঃখ প্রকাশ করে আরো বলেন, সকালে দোকান খুলে এ অবস্থা দেখে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দদেরকে বিষয়টি অবগত করলেও তারা কেউ একটু শান্ত্বনা দিতেও আসেনি। এ বাজারের মোবাইল ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদিন একই দুঃখ প্রকাশ করে বলেন, ৩ মাস আগেও আমার দোকানে সংঘটিত চুরির ঘটনায় প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়ে থানায় অভিযোগ করার পরও কোন সু-ফল পাইনি এবং বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতারা কোন খোঁজখবরও নেয়নি। বাজারে অহরহ এসব চুরি সংঘটিত ঘটনার প্রতিকার চায় তারা।

Powered by themekiller.com