Breaking News
Home / Breaking News / নারায়নগঞ্জ অভ্যন্তরীণ দ্বন্দ্বে বাড়ছে উত্তাপ

নারায়নগঞ্জ অভ্যন্তরীণ দ্বন্দ্বে বাড়ছে উত্তাপ

অনলাইন নিউজঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বন্দরনগরী। প্রকাশ্যে আসতে শুরু করেছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুগ্রুপের দীর্ঘদিনের বিরোধ এখন আবার তুঙ্গে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বিরুদ্ধে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিষোদ্গার বিষয়টিকে আরও খোলাসা করে দিয়েছে। মেয়র ছাড়া কাউন্সিলর পদেও দুপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। অনেক ওয়ার্ডে দুপক্ষের একাধিক কাউন্সিলর প্রার্থী মাঠে রয়েছেন। অপরদিকে বিএনপির কেন্দ্রের নির্দেশ অমান্য করে মাঠে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দলটির অনেক নেতাকর্মী নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে দল থেকে বহিষ্কারের পর তৈমুরবিরোধীদের অনেকেই রয়েছেন নিষ্ক্রিয়। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামনে চলে এসেছে।
বড় দুদলের অভ্যন্তরীণ এসব কোন্দলে নির্বাচন সহিংসতায় রূপ নিতে পারে-এমন আশঙ্কা করছেন স্থানীয় অনেক ভোটার। তবে দলের অভ্যন্তরীণ কোন্দল থাকার বিষয়টি মানতে নারাজ আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভীর পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ না নেওয়ায় শনিবার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম শনিবার বিকালে যুগান্তরকে বলেন, নারায়ণগঞ্জে তৃণমূল আওয়ামী লীগে কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই। তারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ।
আইভীর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিজয় হবে। এটা নিয়ে কোনো ধরনের দুরভিসন্ধি করার কোনো সুযোগ নেই। ভোটের পরিবেশও ভালো আছে। ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই।দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলীয় শৃঙ্খলার স্বার্থে এগুলো নিয়ে ১৬ তারিখের পরে যা যা ব্যবস্থা দরকার তা নেওয়া হবে। নির্বাচনে নানা ধরনের কথাবার্তা অভিযোগ আসে। আমরা একটু সময় নিয়েই আলোচনা করে এগুলোর বিষয়ে পদক্ষেপ নেব।
জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বিএনপিতে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই। আমাদের অনেক নেতাকর্মী তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন। সেটা তাদের ব্যক্তিগত বিষয়।
১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সাতজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৪ জন নারী কাউন্সিলর এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Powered by themekiller.com