Breaking News
Home / Breaking News / কবি কূজন এর কবিতা “লাশের গল্প”

কবি কূজন এর কবিতা “লাশের গল্প”

লাশের গল্প
***********

যবে তুমি ছিলে সরব দুনিয়ায়
জীবন রাঙায়েছিলে কতোনা বাহানায়
রঙ্গিন ঝালর সজিব ফোয়ারা
সকলকে করেছিলে মাতোয়ারা
ধনে মানে সংসারে হয়েছিলে বিশাল
নতজানু মানুষ ; উচু ছিল শির বহুকাল ।

শাসনে ত্রাসনে জুড়ি মেলা ছিল ভার
দখলে নিয়েছিলে এই দেশ সেই দেশ কত সম্ভার
সিংহাসনে ছিলে তুমি অপরূপ বাহারে
রঙমহলে ছিলে কামুক শক্তিমান আহারে ।

দাপটে করেছো শাসন ত্রাসন ভক্ষণ মনোরঞ্জন
কখনো কেড়েছ কখনো বিলায়েছ সেজে লক্ষণ
সালামে কুর্ণিশে ভরপুর তোমার রাজত্ব
যাকে খুশী মেরেছ, সম্পদ করেছ করায়াত্ব
বেড়েছে তোমার খাজাঞ্চিখানা
মহলে ছিল ষরযন্ত্রের জালবোনা
কতোনা বাহার
কতোযে সমাহার
শেষ হয় মরণে
লুটালে দেহ বিধাতার চরণে ।

কোনো জাতি কোনো ধর্ম দেয়না নিস্তার
লাশ হয়ে গেলে সময় নেয়না অল্প বিস্তর
প্রিয় শয়ন ঘরে হয়না আর কোনো স্থান
লাশ নিয়ে রাখে গ্যারাজ শশ্মান কবরস্থান
সবাই হয় চিন্তিত
কত দ্রুত হবে সমাহিত ।

বড়ই অদ্ভুত মানুষের জীবন আচরণ
মৃত্যুর সাথে সাথে হয় কতো ব্যবধান
কত দ্রুত দাফন কাফন
কত দ্রুত সাজাবে শশ্মান
জীবন ও মৃতের যোজন যোজন ব্যবধান
লাশ হয়ে গেলেই শুধু খোলে অবগুণ্ঠন।।

কূজন

০৭-০১-২০১৯

Powered by themekiller.com