Breaking News
Home / Breaking News / কবি মুক্ত আকাশ এর কবিতা ” একক মিছিলে “

কবি মুক্ত আকাশ এর কবিতা ” একক মিছিলে “

কবিতা – ” একক মিছিলে — ”
কলমে – মুক্ত আকাশ ।
তারিখ -০৭/০১/২০২২

এখন ভিতর বার, আলো বেশ কম
শীতল বাতাসে গা শিরশির করে
আচমকা ঝরে পড়ে গাল বেয়ে
ক’ফোঁটা চোখের জল ।
বুকে কম্পন ওঠে খুব জোড়ে
নিয়ত বিধ্বস্ত হই
ভয় হয় , তাহলে —-
এই বুঝি সম্মুখে ,থেমে যাওয়ার দিন ।
এই বুঝি ভেঙে যায় —
পুরাতন সব ,নতুনের বৈভবে ,
যেখানে বড়ো বেমানান আমি
বড়ো একক ,আমার উপস্থিতি ।

কেটে গেছে বহু দিন —
হয়নি সেভাবে কথা আর দুজনার
তোমাকে শোনাতে চেয়েও পারিনি যা —
সে কথামালা, রেখেছি বুকের ভিতর ।
চাইলে ফিরে পাবে —
আমাদের সেই পরিচিত গাছটার গায়ে
যেখানে যত্নে ক্ষতে, লিখেছিলে নাম ।
চাইলে ফিরে পাবে —
দহন বেলায় ঘাম চোয়ানো শরীরে ,
রক্তিম কৃষ্ণচূড়ার গোপন গন্ধে , অথবা —
শীতের শূন্যতা শেষে , বসন্তের ফোঁটা ফুলে ।
চাইলে ফিরে পাবে —
স্বপ্ন ভাঙা, নিরাশার ভরা দু’চোখে ,
নয়তো আমার অন্তঃস্থলের ,নিয়ত গোপন ক্ষরণে।

অনুনয় ছিল ভুলে যাওয়ার —
চাইলেই কি আর মুছে ফেলা যায় ,
তরুণ ও তরুণী অবয়ব
যা এখনো রয়ে গেছে , হৃদয়ে জুড়ে
যে দর্পণে দেখেছিলে মুখ ,
এঁকেছিল মুখছবি একদিন
সেই হৃদয় দর্পণকে কি ভাঙা যায়
বড়ো অদৃশ্য সুতোর বন্ধন
কিভাবে তাকে এড়ানো যায় বলো — ।

সোনালী আলোর দিন শেষ –
চোখ খুলে হয়না দেখতে ,
কথন সংখ্যাই যখন কমে যায় ।
তখনি বুঝে নিতে হয় —
অচল পয়সা হয়ে তুমি রয়েছে
পরিত্যক্ত কুলুঙ্গীর এক কোনে —
অনুভবে থাকেনা কোন টান, কোন অভিমান ।
তখনি বুঝে নিতে হয় —
হয়ে পড়েছ একাকী ,
একলা হয়েই , হাঁটো মিছিলে।

কেন তবে থাকা আগলে —
ফুলদল ,এবার না হয় ঝরো —
এ দেহকে নিথর করে ,
আলো ,তুমি না হয় নিভে যাও —
দীর্ঘ অদর্শীত এ দু’চোখ হতে
শুধু বিশ্রাম নিতে
দাও একটু ছায়া
জীবন সন্ধ্যাকাশে ।

Powered by themekiller.com