Breaking News
Home / Breaking News / কবি অপূর্ব বিশ্বাস এর কবিতা ” প্রতিদান “

কবি অপূর্ব বিশ্বাস এর কবিতা ” প্রতিদান “

শিরোনাম: প্রতিদান
কলমে: অপূর্ব বিশ্বাস
০৭/০১/২০২২

বছর কুড়ি পরে, হয়তো দেখা হল তোমার সাথে,
তখন কি চিনতে পারবে, তোমার সেই মনের মানুষকে?
যে তোমার জন্য সবকিছু ত্যাগ করতে চেয়েছিল, হাতটা ধরেছিল হাতে,
উড়িয়ে দিতে চেয়েছিল নীল আকাশে, স্বপ্নের ফানুসকে।

তুমি কি আজও তেমন ই আছো, মনের কাছাকাছি ?
যে ইচ্ছে করেই চুল গুলোকে এলোমেলো করে দিত?
আমি আজও স্বপ্ন দেখি, আমি আজও সেই তোমারই আছি,
তোমার হাতদুখানি যে অকারণে নিজের হাতে টেনে নিতো।

ভালোবাসার স্যালাইনে কোনমতে বেঁচে আছি আমি,
রক্ত ছিল প্রয়োজন, পাইনি কারো কাছে,
তোমার মিথ্যে হাসিখানা আজও আমার কাছে সবচেয়ে দামি,
কাউকে বলিনি সে কথা, ভালোবাসা হেরে যায় পাছে।

একটা জ্যোৎস্না ধোওয়া রাতেও পাইনি তোমায়,
জোনাকির মিটিমিটি আলোয় ভরা অমাবস্যাও পাইনি ,
ভালোবাসার প্রতিদান হিসাবে শুধু চেয়েছি তোমাকে,
দুঃসাহস দেখাইনি, তাই দুর্গম খাত কোনোদিনও পেরোতে যাইনি।

প্রতিদানে চেয়েছিলাম, শুধু আমার কষ্টগুলোর ভাগীদার হবে,
আমায় সান্ত্বনা দেবে কষ্টের মুহূর্তে,
কষ্ট পেয়েছিলাম, আমায় না বলে চলে গেলে যবে,
চিনতে কি পারবে আমায়, বছর কুড়ি পরে?

Powered by themekiller.com