Breaking News
Home / Breaking News / কবি নির্মল দাশ ঝুঁটন এর কবিতা “শব্দ সৈনিক “

কবি নির্মল দাশ ঝুঁটন এর কবিতা “শব্দ সৈনিক “

শব্দ সৈনিক

নির্মল দাশ ঝুঁটন
০৬/০১/২০২২ ইং

শব্দ সৈনিক রণে রসিক
কাব্য ঘরের মানিক
শব্দ দিয়েই গড়তে পারো
হাজার বিদ্রোহী সৈনিক।

অস্ত্র ধরো যুদ্ধ করো
তবে উলঙ্গ তলোয়ার নয়
কলম তোমার আগ্নেয়াস্ত্র
বিদ্রোহী তোমার পরিচয়।

প্রেম দাও, প্রেম করো
শব্দ করে চাষ
ধ্বংস করো অহমিকা
অলীক মায়ার ফাঁস।

অগ্নি বীণায় সুর বাজুক
ধ্বংস লীলার তাল
ধুম -ধুম ভজ্র আওয়াজে
আসুক ধূমকেতু, মহাকাল।

তর্জনী তুলে, উঁচু করো শির
দামামার আগুন জ্বেলে
ন্যায় হোক স্থির, হে কলম বীর
ভেঙে শত্রুর প্রাচীর, শব্দের বলে।

জাগাও হৃদয়, জাগুক হৃদয়
কলমের কালিতে
সাদা কাগজ হোক সাম্যবাদী
রক্তঝরা মানচিত্রে।

——

Powered by themekiller.com