Breaking News
Home / Breaking News / কবি নাহিদ হাসান মজুমদার এর ছোট প্রবন্ধ ” কিছু লোক সব সময় নেতিবাচক দিকটিই দেখে “

কবি নাহিদ হাসান মজুমদার এর ছোট প্রবন্ধ ” কিছু লোক সব সময় নেতিবাচক দিকটিই দেখে “

কিছু লোক সব সময় নেতিবাচক দিকটিই দেখে। ( Some people always look for the negative )
( ছোট প্রবন্ধ )

নাহিদ হাসান মজুমদার

নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময় সমালোচনা করে। আজকের শিরোনাম দেখেই বুজতে পারছেন কি ইঙ্গিত করছি। আমাদের সমাজে কথিপয় ব্যক্তি আছেন আলোচনা করতে রাজি না। তারা সবসময় সমালোচনা করতে পঞ্চমূখ। কিছু লোক আছেন যারা পক্ষ বিপক্ষ বিচার না করে সবসময়েই সমালোচনা করতে পছন্দ করেন। মনে হচ্ছে সমালোচনা করাই হচ্ছে তাদের জীবিকা। সমালোচনা তাদের জীবন। তারা প্রায় বিজয়ীর লক্ষ্য ও একাগ্রতা নিয়ে সমালোচনা করেন। প্রতিটি মানুষের মধ্যে, প্রত্যেক অবস্তায় তারা কিছু ত্রুটি খুজে বের করবেই এবং বিশ্বসুদ্ব সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করবে। এই ধরনের মানুষকে বলা যায় ‘ শক্তিশোষক ‘ তারা সমস্ত শক্তি শোষন করে নেন। এরা কাপেটরিয়াতে গিয়ে ক্লান্ত অপসারনের নামে চা, কফি গলধঃকরন করেন, মনের সুখে ধুমপান করেন এবং অজস্র নিন্দামন্দ করেন। তারা শুধু নিজেদের মধ্যেই নয়, আশেপাশে যারা থাকেন সবাইর মধ্যেই একটা চাপা উওেজনার সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে, ছোঁয়াচে রোগের ন্যায় তারা একটি অহেতুক বানী বহন করেন এবং এমন একটি পরিবেশের সৃষ্টি করেন সেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায়। রবার্ট ফুলটন ( Robert fulton) বাস্পীয় স্রোত আবিস্কার করেছিলেন। হাডসন নদীতে যখন তার নতুন আবিস্কার অনুষ্ঠিত আয়োজন করছিলেন তখন কিছু নিরাশাবাদী ও সংশয়ী ব্যক্তি জড়ো হয়ে বলাবলি করছিল যে জাহাজ কখনো চলবে না বলে মন্তব্য করছিল তারা চিৎকার করে বলতে লাগল, জাহাজ কখনও থামবে না। সবকিছুর নেতিবাচক দিক দেখার কি অচিন্তনীয় মনমানসিকতা।

Powered by themekiller.com