Breaking News
Home / Breaking News / কেউ কারো নয়…. এম. আর হারুন

কেউ কারো নয়…. এম. আর হারুন

ভোরের পুর্বাহ্নে জেগে ওঠে সুর্য
সারাদিন আলো জ্বালে নির্ভুল গতিতে,
সন্ধ্যা হলেই সুর্য ঘরে ফিরে।
আসে নীল জোছনার চাঁদের অবগাহন
পুরো আকাশে ভাসে তারা
জোনাকিরা খেলা করে আপন মনে,
ভোরের আলো আসে, চাঁদ নিভু নিভু,
অথচ কেউ কারো নয়!
বাগানে হাজার ফুল ফুটে
হাওয়ায় দোলে, মৌমাছিরা মধু আহরন করে
সময় শেষে ফুলের পাপড়ি ঝরে পড়ে,
অথচ কেউ কারো নয়।
বর্ষা ঋৃতু আসে, মেঘের খেলা
এক পশলা, ঝিরিঝিরি কিংবা
লাগাতার বর্ষনে বিরামহীন
হয় লন্ডভন্ড ঘুর্নিঝর,
অথচ কেউ কারো নয়।
মানুষ মানুষে পরিচিত হয়,
একে অপরের প্রতি বিশ্বাসের কারনে
প্রেম ভালোবাসা কিংবা সংসার হয়,
বন্ধুত্ব হয়, নীরব ভুমিকায় আপন হয়না
আবার আপনের অভিনয় হয়,
অথচো কেউ কারো নয়!

Powered by themekiller.com