Breaking News
Home / Breaking News / কবি দিলরুবা হাসান এর কবিতা ” শাপলা শালুক “

কবি দিলরুবা হাসান এর কবিতা ” শাপলা শালুক “

শাপলা শালুক
০৪-০১-২০২২
দিলরুবা।

শাপলা শালুক বিলের জলে
মাছরাঙা পাখিগুলো ঘুরছে তীরে
বকের সারি বাঁশ বনে
শাপলা গুলো ভাসছে বিলে।

কাক পাখিদের কলতানে
বিলের জলে নৃত্য করছে
লাল শাপলা টেউয়ের তালে
কিচিমিচির হাক তুলেছে জলে।

শাপলা শালুক বিলের জলে
ফোটছে দারুন সারি ভাবে
হৃদয় জুড়ে ঝর্ণা নামে শাপলা
শালুক ফোটছে বিলের জলে।

রূপসী বাংলার বিলের কোণে
শাপলা শালুক ফোটছে বিলের
টেউয়ের তালে পাল্লা দিয়ে
শাপলাগুলো দুলছে জলে।

রাত দুপুরে কিসের টানে
শাপলাগুলো ফোটে থাকে?
জল কুমারী স্বপ্ন দেখে যে,
শাপলা হাতে তোলেবে বলে।

লাল শাপলা ঔষধি গুণে
কাজে লাগে বছর ক্ষনে
রোগী হলে কাছে রাখে
সখের বসে রান্না করে।

শাপলা আমাদের জাতীয় ফুল
সবাই তাকে চিনে জানে
গ্রাম বাংলার আনাচে কানাচে
ঐতিহ্য বর্ধনে শাপলা থাকে।

Powered by themekiller.com