Breaking News
Home / Breaking News / মতলব উওরে শিল্পকলা একাডেমী ভবন উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্হপনা ও এান মন্ত্রী মায়া চৌধুরী

মতলব উওরে শিল্পকলা একাডেমী ভবন উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্হপনা ও এান মন্ত্রী মায়া চৌধুরী

এইচ এম ফারুক ঃ
চাঁদপুরের মতলব উওর উপজেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্হাপনা ও এান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। উদ্বোধনের পর আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি শারমিন আক্তার সভাপিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহম্মদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, ছেংগারচর পৌর চেয়ারম্যান রফিকুল আলম, গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি। মতলব উওর উপজেলা প্রশাসন আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীরা গান, কবিতা আবৃতি নৃত্যে অংশ গ্রহন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানে । উল্লেখ্য মতলব উওর উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারের পশ্চিম পাশে মনোরম পরিবেশে নির্মিত হয়েছে আধুনিক মানের শিল্পকলস ভবন। এটি চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ে নির্মিত অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী, মহান মুক্তিযুদ্বের সংগঠক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’র উন্নয়নের অংশ হিসেবে ও তার প্রচেষ্টায় নির্মিত হয়েছে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন।২০১৬ সনের ৫ জুন মতলব উওর শিল্পকলা একাডেমি ভবনের নির্মাণ কাজ শুরু হয়।শুরুতে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা। অত্যাধুনিক ভবন ছাড়াও রয়েছে ৫ শ আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ।ভবন এলাকায় মঞ্চের সাথে রয়েছে জলের ফোয়ারা,বাগান,এবং মানুষের চলাচলের সুযোগ সুবিধা।

Powered by themekiller.com