Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “ক্রান্তির অবাঞ্ছিত”

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “ক্রান্তির অবাঞ্ছিত”

■ ক্রান্তির অবাঞ্ছিত ■

সময় ফুরিয়ে আসছে
দ্রুতো দৈহিক ভাঁজে, খাঁজে খাঁজে
আমি এগিয়ে যাচ্ছি আমার ক্রান্তিকালে।

অগোছালো, অসম্পূর্ণ
ছড়িয়ে ছিটিয়ে ভাবনারা,
সাথে না পাওয়ার গভীর কিছু যন্ত্রণা।

মেঘ জমতে থাকে পশ্চিমে
ধেয়ে আসে আঁধার চারিদিকে
নীর হারা পাখির আত্মচিৎকার, জল চোখে।

সময় ঠিকানা খুঁজে নেয়
সূর্যের সাথে অস্তাচলের পথ ধরে
টিক টিক ঘড়ির কাঁটা নামতে থাকে আরও নীচে।

আমার গালের খাঁজে খাঁজে
পরিত্যক্তের স্পষ্ট দগদগে দাগ,
এটাই যেন সঞ্চয়,ফুড়িয়ে যাবার আগে এটাই প্রাপ্তি।

সূর্যটা ডুবু ডবু করছে
সময়ের পশ্চিম সিমান্তে কবরের আয়োজন
কখন যেন হুট কেরে নেমে আসবে কালো রাত ।

আমি আর আমার অবয়ব
এখন অচল কিছু, নাম মাত্র স্তম্ভ,
বেঁচে থাকার এই লম্বা সফরে, কখন যেন বাতিল হব!

বুকের দম ছাড়তেও এখন
বয়সের তীব্র গন্ধ বেড়িয়ে আসে,
আমি বৃদ্ধ,তোমাদের কাছে হয়তো অবাঞ্ছিত।

– রিটন মোস্তাফা

Powered by themekiller.com