Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ মিজানুর রহমান এর কবিতা “যা চাই, যা চাইনা “

কবি মোহাম্মদ মিজানুর রহমান এর কবিতা “যা চাই, যা চাইনা “

ইংরেজী নতুন বছরে…
যা চাই, যা চাইনা
—————————————————————
মোহাম্মদ মিজানুর রহমান
—————————————————————
২০২২ তোমায় স্বাগত।
সুখময় হোক দিন সব আগত।।
মুছে যাক
ঘুচে যাক
এবং দূর হয়ে যাক…
অতীতের সব দুর্ভোগ-দুর্দশা ও গ্লানি।
ভেদ-প্রভেদের সব কথা ভুলে
ক্লেদ মাখা চিন্তা সব শিকেয় তুলে
এসো একে অপরকে দিই অভয় বাণী।।

মমতায় স্নাত হোক
স্নিগ্ধতায় মুগ্ধ হোক
সব মানুষের জীবন….
অনিন্দ্য অপার শুদ্ধ প্রেম আর ভালোবাসায়।
জয় হোক মানবতার
ক্ষয় হোক অশুচিতার
কোন মানুষ বলে না যেনো কথা: কান্নার ভাষায়।।

হারিয়োনা হুঁশ
সবাই কিন্তু মানুষ
ওরে কষ্টে মরে না যেনো কেহ
অনিঃশেষ দুঃখ তাপে।
ওরে কাঁপে না যেনো কভু কেহ
দীনতা হীনতার নিম্নচাপে।।

কষ্টের সমারোহ নয়
মর্মন্তুদ বিচ্ছেদ নয়
এসো সবাই হাতে হাত ধরে দিলে দিলে মিলে মিলে একযোগে লড়ি।
এসো পরস্পর সদ্ভাব সহাবস্থানে থেকে সাম্য
ও সমতার পৃথিবী গড়ি।।

যুদ্ধ নয় শান্তি চাই
হিংসা নয় সম্প্রীতি চাই
এসো একযোগে বলি, যুদ্ধবাজ নিপাত যাক।
এসো একসাথে বলি, বিশ্বমানবতা মুক্তি পাক।।
—————————————————————
ঢাকা
০১/০১/২০২২
—————————————————————

Powered by themekiller.com