Breaking News
Home / Breaking News / ইংরেজি বিষয় নিয়ে সর্বশেষ করণীয় ……… মোঃ মাসুদুর রহমান

ইংরেজি বিষয় নিয়ে সর্বশেষ করণীয় ……… মোঃ মাসুদুর রহমান

প্রিয় জে এস সি পরীক্ষার্থীরা, কেমন আছ তোমরা? মনে হয় সবাই ইংরেজি বিষয় নিয়ে চিন্তিত। না, চিন্তিত হওয়ার কিছু নেই। তোমরানতুন পদ্ধতিতে ১০০ নম্বরের ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের জন্য সিলেবাসের পরিধিও কমানো হয়েছে। তোমাদের টেক্মট বইয়ের ইউনিট ৩, ৪ এবং ৮ বাদ দেওয়া হয়েছে। তোমরা English For Today এর সকল Lesson গুলো ভালভাবে পড়বে যাতে করে MCQ, Short Question এবং Fill in the gaps এর উত্তর দিতে পার। Unseen passage ৪/৫ টা practice করে যাও এবং answer লেখার নিয়মটা ভালভাবে রপ্ত কর। শেষ মুহুর্তে Fill in the gaps with clue, without clue এবং Table বিগত বোর্ডের গুলো ভালভাবে রপ্ত আশা করি common পাবে। Grammatical item গুলো মনোযোগ সহকারে সমাধান কর বিশেষ করে বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো। Changing srntence এবং passage narration এর নিয়মগুলো ভালোভাবে দেখে যাবে। যদিও syllabus থেকে Degree বাদ দেওয়া হয়েছে, তবুও Affirmative and Negative এর জন্য এগুলো practice করো। Article এবং siffix and prefix চিন্তা, ভাবনা করে মনোযোগ সহকারে পড়ে Answer দিবে। ইংরেজিতে এখন Writing কমিয়ে তিনটি Topic রাখা হয়েছে। Dialogue writing সর্বোচ্ছ ২/৩ page লিখবে। Paragraph এর উপরে paragraph এর নাম লিখবে। তারপর সর্বোচ্ছ ২/৩ page এর মধ্যে এক প্যারাতে লিখবে। Email writing এ From, To, Sent, Subject লিখে দেড়?/ দুই page এর মধ্যে লিখবে। মনে রাখবে খাতার Decoration টা যেন সুন্দর হয়। Always try to answer all the questions. তোমাদের সর্বাঙ্গীন কামনা করি। ভালভাবে প্রস্তুতি নাও। বিগত বোর্ডের writing test টা ভালভাবে পড়লেই আসাকরি common আসবে।

মোঃ মাসুদুর রহমান
সহকারি শিক্ষক ( ইংরেজি)
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।

Powered by themekiller.com