Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “ধূসর হিন্দোলা “

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “ধূসর হিন্দোলা “

* ধূসর হিন্দোলা *
– রিটন মোস্তফা

হয়তো ছিলো কেউ
বুকের মধ্যেই উষ্ণ অনুভবে
সাথি হতো নীরবতার
গল্প শোনাত অতীতের

হয়তো ছিলো কেউ
রক্ত স্রোতে নীরব ঢেউ
ছিলো শীরা উপশীরায়
ছিলো বিষন্ন কোন গল্প কেউ

টানতো কেউ যখন তখন
বেলা অবেলার নিয়ম ভেঙে
জড়াতো গোপন মায়ায়
লেপটে থাকতো চেতনার শরীরে

হয়তো ছিলো কেউ জীবন
আজীবন কলঙ্ক চাঁদ হতে বুকে
ছিলো হৃৎপিন্ডের ধমনীর তাল
আগামীকালের ভেজা চোখ হতে।

এখন সে নেই, হয়তো আছে
চাপা পড়ে গেছে সময়ের ধুলোর নীচে
এইতো জীবন, এইতো সময়
থাকে না থেমে,কেউ ভুল করেও চলে গেলে।

error: Content is protected !!

Powered by themekiller.com