Breaking News
Home / Breaking News / কবি সিরাজুল ইসলাম মল্লিক এর কবিতা “ভুলের মাশুল”

কবি সিরাজুল ইসলাম মল্লিক এর কবিতা “ভুলের মাশুল”

ভুলের মাশুল
সিরাজুল ইসলাম মল্লিক
“””””””””””””””””””””””””””””
“””””””””””””””””””””””””””””‘

এসেছিলাম এই পৃথিবীতে
কতো বন্ধু, কতো স্বজন
আজ কেউ নেই
শুধু নিস্তব্ধ, নির্জন।

চেনা শহর,চেনা পরিজন
মুহূর্তেই হবে অচেনা
স্বার্থপর পৃথিবীতে
যায়না কভু মানুষ চেনা।

মায়ার সংসার
সবকিছুই পরে রবে
জনশূন্য পরিবেশে
ঘর বাধতে হবে।

ভাই-বন্ধু,আত্নীয় স্বজন
কেউ রবে না পাশে
হিসেবের খাতা খুলবে
ফেরেশতাগন এসে।

হিসেব যদি না মেলে ভাই
খেতে হবে ধরা
বিচার শালায় নিয়ে যাবে
পড়িয়ে হাতকড়া।

থাকতে সময়,হিসেব মেলাও
নয়তো হবে ভুল
অনন্তকাল দিতে হবে
সেই,ভুলেরই মাশুল।

Powered by themekiller.com