Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “অ্যালার্জি”

কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “অ্যালার্জি”

অ্যালার্জি
শ্যামল ব্যানার্জী
23/12/2021

এমন কি আছে.. যেখানে আমাকে দাঁড়াতে হবে?
কোনো বিস্ময় কি আজও রেখে গেছো আমার জন্য?
হয়তো তোমার জানা আছে…. আমার কেন নেই?
তুমি তো জানো…..
আমার ভালো লাগেনা.. কি করবো বলো?
আমার যে সত্যিই ভালো লাগেনা।
আমার ভালো না লাগার অ্যালার্জি হয়ে গেছে..
আসলে, এই সময়’টার অ্যালার্জি…
যেমন তোমার বেগুনে… ওর চিংড়ি মাছে আরও কারোর কতো কিসে… কে জানে?।
আমার শুধু অন্য কিছু নয়.. সময়-তে
… বড় অ্যালার্জি এ সময়ের সাথে..
ভেতরে শুকনো পাতা বাহার,
গলা.. মুখ.. বুক.. সারা শরীর জ্বলে যায়,
কি করা যাবে, আমি অপারগ।
সকালে, খুললাম ম্যাসেঞ্জার,.. .. দেখলাম অনেক ভালোবাসা আছে প’ড়ে ,
মনে হলো, সব ভালোবাসায় কি ফাগুনের রং আছে…
দেখলাম, ফাঙ্গাস প’ড়ে গেছে …
বহুদিনের প’ড়ে থাকা নষ্ট কথায়।
তবুও.. বিজ্ঞাপনে তুমি বারবার আমার কথা বলো,
যেন, উজালার বিজ্ঞাপন দিচ্ছো তুমি,
আমি, সাপের মুখে ব্যাং… যেন এক মন্ত্রমুগ্ধ.. ধীরে ধীরে এগোলাম আমি সাক্ষাত মৃত্যুকে না জেনে।
তখন সময় থমকে দাঁড়িয়ে
পৃথিবী ঘুমাচ্ছে অসার,
কিছু আমারই মতনই
মনের খোলা ক্যানভাস নিয়ে
রাত জাগে,
মোবাইল প’ড়ে আছে আঙ্গুলের
স্পর্শকাতরতায়…
ইজেলে টানটান উত্তেজনা.. চোখ নির্ঘুম জাগে।
সে আসে নিঃশব্দ পায়ে…
অযোধ্যা পাহাড়ে তখন লেগেছে আগুন… বুকে প্রচন্ড বৃষ্টিপাত,
আমি অচেতন প্রহর গুনে যাই মাঝ রাতে…
তারা ঝরার মতো অকাল বর্ষনে।

Powered by themekiller.com