Breaking News
Home / Breaking News / ত্রিশ লক্ষ শহীদের আত্মদানে আমাদের স্বাধীনতা… জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

ত্রিশ লক্ষ শহীদের আত্মদানে আমাদের স্বাধীনতা… জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

মোহাম্মদ সিন্টুঃ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা।

আলোচনা সভায় প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা শপথ গ্রহণ করেছিলাম। শপথ নেয়ার প্রয়োজন ছিলো বিধায় আমরা শপথ গ্রহণ করেছিলাম। কারো দানে পাওয়া নয় আমাদের স্বাধীনতা। ত্রিশ লক্ষ শহীদের আত্মদানে আমাদের পাওয়া এ স্বাধীনতা।বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতেই আমরা শপথ গ্রহণ করেছি। সবাই স্বপ্রনোদিত হয়েই আমরা শপথ গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, স্বাধীনতার দ্বারপ্রান্তে বঙ্গবন্ধু ৭মার্চ এর ভাষন দিলেন। তিনি বুঝলেন স্বাধীনতা যুদ্ধ ছাড়া আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করতে পারবো না। ধর্মের ভিত্তিতে কোন দেশ হতে পারে না। এটা কোন দেশের সংজ্ঞার মধ্যে পড়ে না। পাকিস্তানীরা চেয়েছিলো আমাদের দেশকে বিভক্ত করতে। আমাদের রক্ত চুষে শাসন করতে, একজন আরেক জনকে মারা, নারীদের নির্যাতন করা এটা কোন মুসলিমের কাজ নয়। পাকিস্তানিরা শুধু ধর্মকেই ব্যবহার করেছিলো। তারা চেয়েছিলো আমাদের দেশকে মেধাশূন্য করে দিতে। শিল্প-সাহিত্য, চলচ্চিত্রে ও সাংবাদিকতায় মেধা-শূন্যে হয়েছি। আমাদের তারা অনেক ক্ষতি করেছিলো, যা আমরা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারি নাই। তবে শৃধু মেধাশূন্যই নয়, আমাদের অনেক অর্জনও হয়েছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা তারই যোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রসার ঘটাচ্ছেন, অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা ইতিমধ্য আমরা পেয়েছি।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ প্রমূখ।

Powered by themekiller.com