Breaking News
Home / Breaking News / নতুন প্রজম্মকে ইতিহাস জানার জন্যই বিজয় ফুল উৎসব পালন করতে হবে —————শারমিন আক্তার

নতুন প্রজম্মকে ইতিহাস জানার জন্যই বিজয় ফুল উৎসব পালন করতে হবে —————শারমিন আক্তার

এইচ এম ফারুক
নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্দি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বিজয় ফুল উৎসব পালন করা। নতুন প্রজম্ম মুক্তিযোদ্ধা চেতনা বিষয় অনেক কিছু জানেনা। তাই এ প্রজম্মকে অনেক কিছুই জানতে হবে। আর জানার জন্য বিজয় ফুলসহ বিভিন্ন উৎসব পালন করতে হবে। বিজয় ফুল উৎসবের আলোচনা সভায় মতলব উওর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপিত্বের বক্ত্য উপরক্ত কথাগুলো বলেছেন। ৩১ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় ফুল উৎসব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার( ভুমি)শুভাশীষ ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুইয়া, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার আস্রফুল আলম, উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামসহ উপজেলা কর্মকর্তা, শিক্ষক শিক্ষাকাসহ ছাএ/ছাএীবৃন্দ।
উক্ত বিজয় ফুল উৎসবে অংশগ্রহণ করে মতলব উত্তর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Powered by themekiller.com