Breaking News
Home / Breaking News / নির্বাচন নিয়ে ভাবনা —— এইচ এম ফারুক

নির্বাচন নিয়ে ভাবনা —— এইচ এম ফারুক

নির্বাচনকে নিরপেক্ষ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সফল করুন নির্বাচন নিয়ে আমরা আর কী ভাববো? এটা যাদের ভাবা দরকার তারাই ভাবতে থাক। আমরা তো আর নির্বাচনে অংশগ্রহণ করবো না। এমন অভিমানী কত কথা বের হয়ে আসে আপামর জনগণের মুখ থেকে। কথাটা সত্য বলে যথেষ্ট মনে করি। কেননা, নির্বাচন নিয়ে যে কার্যকলাপ চলে, তা দেখে দেখে বেসামাল আর অস্থির হয়ে পড়েছে দেশের জনগণ। আর এমনটা দেখেই তারা নির্বাচন নিয়ে ভাবতে নারাজ। দেশের মানুষের মনের মতো করে নির্বাচনে অংশ নেয় না দলগুলো। ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় চলে যায় দলগুলো। আর এদিকে সমর্থিত দল ক্ষমতায় না গেলে ক্ষোভ আর আফসোসে ফেটে পড়ে দেশের জনশক্তি। আর তখনি শুরু হয় নানা হাঙ্গামা। জনগণের হূদয়ের একান্ত কামনা থাকে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের। এমন সুস্থ নির্বাচন আমিও চাই। কিন্তু আমার একার চাওয়া সম্ভব না। তবুও দেশের নাগরিক হিসেবে এমন ভালো প্রত্যাশা করা সবারই কাম্য। শুধু জনগণ আর ভোটাররা সুস্থ ভাবা ভাববে এমন নয়। ভাবতে হবে গোটা দেশের সর্বস্তরের মানুষকে। কারণ, প্রার্থী যাচাই-বাছাই করা সবার মৌলিক অধিকার। হাজার হাজার জনতার সাথে আগামী নির্বাচনকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন কমিশনসহ সরকারি দল আর বিরোধী দলগুলোকে ভাবতে হবে গভীর করে। যেভাবে তাদের তাণ্ডবলীলা শুরু হয়েছে, তাতে আগামী নির্বাচন যে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটাই এখন প্রশ্ন। তবুও আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সর্বস্তরের মানুষ, দলগুলোকে অনুরোধ করছি। শুধু দেশের মানুষগুলোই নয়, সফররত বিদেশি, জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্রেরসহ অনেক দেশরই মতো বড় বড় প্রতিনিধিরাও। তাই বাংলার গণমানুষ আগামী নির্বাচন নিয়ে বড়ই আশাবাদী। তাদের প্রাণের দাবি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে এবং দেশকে ক্ষতিগ্রস্ত না করে, রাজনীতিকে কলুষিত না করে, নির্বাচনকে নিরপেক্ষ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সফল করুন।
লেখকা -সাংবাদিক ও মানবাধীকার কর্মি।

Powered by themekiller.com