Breaking News
Home / Breaking News / কবি এন এ রিমা এর কবিতা “জীবন নদী”

কবি এন এ রিমা এর কবিতা “জীবন নদী”

দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃ জীবন নদী
কলমেঃ এন এ রিমা
তারিখঃ ১৩/১২/২০২১

জীবন নামক নদীটার পথচলা
কেন এত কঠিন হয়?
ভাঙতে ভাঙতে গড়ে উঠা নদীটি,
কেন এতটা তিক্তময়?

এ নদীটির ওপর দিয়ে,
বয়ে যায় শত ঝড়-ঝাপটা!
তবুও থামে না অন্যের জন্য ত্যাগে
দেখে না কখনও নিজের স্বার্থটা!

নদীটিতে আসেনা তো কখনও,
ভালো মানুষের নৌকা!
ভালোর বেশে আসে কত মাঝি
দিয়ে যায় শত রকমের ধোঁকা!

জীবন নদীটি ধরতে পারে না,
মাঝিদের আসল রূপ!
স্বার্থত্যাগে ব্যস্ত হয়ে নদীটি,
হয়ে যায় একসময় চুপ!

জীবন নামক নদীটি আজ,
বড্ড ক্লান্ত হয়ে পড়েছে!
পানিবিহীন, তীরবিহীন নদীটা আজ
নিজের সামর্থ্যটুকু হারিয়েছে!

জীবন নামক নদীটা একদিন
মুছে যাবে ভুবন থেকে!
শত মাঝির দিন কাটবে সেদিন,
কাল্পনিক দৃশ্যের ছবি এঁকে!

Powered by themekiller.com