Breaking News
Home / Breaking News / কবি রোকশানা আক্তার এর কবিতা ” কালো মেয়ে “

কবি রোকশানা আক্তার এর কবিতা ” কালো মেয়ে “

কালো মেয়ে

আজ নাকি আমার জন্ম হলো
মা ভাবছেন, ছেলেই হবে
হলো মেয়ে ; তাও যে আবার কালো !
আঁতুরঘরে দেখেই বলছেন
একি সর্বনাশ হলো ?

পা দুটো তার হয়েছে বাঁকা
গায়ের গড়নটাও কালো ;
ছেলে না হয়ে এমন মেয়ে
কেন আমার কোলে এল?

চায়না অমন মেয়ে আমার
দেখবো না ওর মুখ ;
বাবার ঔরসে মায়ের গর্ভে , যে কিনা বড় হলো
পৃথিবীতে এসেই সে , যে দারুন কষ্ট পেলো —

দায়ের হাতে যখন সে, যত্নে বড় হলো
বাঁকা দুটি পায় তার একদিন সোজা হলো !
নিজের মায়ের কাছে তবু একটু পায়না আদর ;
মায়ের কাছেই খুঁজে ফিরে ভালোবাসার চাদর ।

একটি মেয়ে, একটি ছেলে এমনি করেই পাঁচটি
শেষ টি কেন মেয়ে হলো আকাশ – পাতাল ভাবছি ?
মেলেনা প্রশ্ন – মেলেনা উত্তর সব যে এলোমেলো!
দিনে দিনে কালো মেয়েটি একদিন বড় হলো —

পড়া-লেখায় ভালোই ছিল ভীষন মনোযোগী
তবু এদিক -ওদিক চাইলে বলতো খুব অমনোযোগী ;
বেতের আঘাতে ভরে যেত কালো মেয়ের পিঠটি
চলত আঘাত কেও না থামালে, সে দারুন রাগী মূর্তি!

অনাদরে অবহেলায় এভাবেই বড় হলো
চিরদিন সে, মায়ের স্নেহের কাঙ্গাল হয়েই রইলো ;
কোন সমাজে আছি আমরা ? এ কেমন বিচার?
মেয়ে হয়ে জন্মানোটা বুঝি আমারি অপরাধ !!

কলমে : রোকশানা আক্তার

Powered by themekiller.com