Breaking News
Home / Breaking News / কবি রুকসানা রহমান এর কবিতা “দু’একটি বসন্ত রেখে আসবো”

কবি রুকসানা রহমান এর কবিতা “দু’একটি বসন্ত রেখে আসবো”

দু’একটি বসন্ত রেখে আসবো

রুকসানা রহমান

আমাকে তুমি গড়েছিলে তোমার আদলে না
আমার ধাঁচে,আমার ভিতরে গড়ার অসীম
প্রেমে।

এসো আজ নীল আলোয় তাজমহল গড়ি
সেখানে আপন সৌন্দর্যে খেয়ালি রাতে চাঁদের
মশাল জ্বালিয়ে।

অনুভব করি মনের দেউলি খুলে যেভাবে নদী
ক্লান্ত রোদ কাছে টেনে নেয়, অথবা পিকাসোর যশস্বীর সেই নবযৌবনের আলোকিত দ্বীপাধারে।

এসো আঙুলে আঙুল ছুঁয়ে অনুভবে গভীর দু’চোখে তুমিতো, আমি চেয়েছিলো…!
এই হাতের কমনীয় মুদ্রায় এমন একটি রাত নামুক
ঐ পাহাড় চূড়ায় তখন আমি হবো মেঘশূন্য মেয়ে
তুমি হয়ে যেও সোনালি বাতাসের স্পর্শ।

বয়ে নিয়ে যেও পুস্প পত্রে সাজানো কাব্যিক চাঁদের
আঙিনায়
মুখোমুখি আনন্দ শব্দের কম্পমান নির্জনতায়
নীববতার পাশ কেটে বলবে ভালোবাসি।

কখনো রাত্রির মতো হবো আলোকদীপ্ত
কখনো অসীম অনুরাগে বহমান শুশ্রূষা নদী
তুমি বয়ে যেও সোনালি আচঁলে প্রখর রোদ্দুর বিছিয়ে
নিও জলজ ঘ্রাণ।

ভেবেছি তখনই সম্পর্কের ভিতর অদ্ভুত মায়ার-ছায়া ছুঁয়ে ছুঁয়ে যাক, গায়কি বিকেলের মৌনতার ঘাটে
সেখানে না হয় দু’একটি বসন্ত রেখে আসবো।

এভাবেই বেঁচে থাকবে লাবণ্য শিহরিত তোমার হৃদয়
আরশিতে তুলে রাখা একটি গোলাপ…!

এভাবেই নিজকে গড়ি তোমার আদলে, তুমি আমার ধাঁচে
প্রতিটি ভোর নামাবো স্বপ্ন বৃক্ষে।

Powered by themekiller.com