Breaking News
Home / Breaking News / কক্সবাজারে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার

কক্সবাজারে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার

অনলাইন নিউজঃ
রোহিঙ্গা কর্তৃক কক্সবাজারের অপহৃত চার স্কুলশিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে র‌্যাব ও এপিবিএন পুলিশ সদস্যরা। শুক্রবার (১০ ডিসেম্বর) টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত সাতজনকে আটক করা হয়েছে। র‌্যাব, টেকনাফ থানা পুলিশ ও এপিবিএন অপর অপহৃত ছাত্রকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। জানা যায়, ৭ নভেম্বর রোহিঙ্গারা কক্সবাজারের মেরিন ড্রাইভের রামুর খুনিয়া পালং মাঙ্গালাপাড়া এলাকা থেকে তাদের সেন্টমার্টিন্স বেড়াতে নেওয়ার কথা বলে টেকনাফ নিয়ে অপহরণকারীদের হাতে তুলে দেয়। এরপর তারা মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা দাবি করে। আটক সাতজনের মধ্যে মেরিন ড্রাইভের পেচারদ্বীপ মাঙ্গালাপাড়ার বাতিঘর রিসোর্টের দুই রোহিঙ্গা কর্মচারী জাহাঙ্গীর এবং ইব্রাহীমও রয়েছেন। উদ্ধার হওয়া স্কুলছাত্ররা হচ্ছে- পেচারদ্বীপের মাঙ্গালা পাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫) ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান মামুন (১৪)। একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়নকে (১৪) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Powered by themekiller.com