Breaking News
Home / Breaking News / কবি সূর্যকন্যা তপতী ( তপতী দাস) এর কবিতা “

কবি সূর্যকন্যা তপতী ( তপতী দাস) এর কবিতা “

বিভাগ- কবিতা
শিরোনাম-‘জননী জন্মভূমি ‘
কলমে-সূর্যকন্যা তপতী ( তপতী দাস)
তারিখ-০৯/১২/২০২১
6:27 PM
“”””””””””””””””””””””””””””””””””””””””””””
সেই ছেলের অন্তরে ক্রমে বাড়ে
স্বভূমির চুম্বক টান–
স্বপ্নের টেমস নদী
বহমান উদাসী বিষাদ–
চকচকে তাম্রপাত্র
ঠাম্মার করুণ মুখ
গঙ্গা জল ছিটিয়ে বলে
রক্ষা করো গো ঠাকুর –!!
হে ভারতীয় সংস্কৃতি—
বিশ্বায়নে তোমার সন্তান দিচ্ছে আহুতি–
স্বদেশ বোঝে না মর্ম
যতক্ষণ না পাচ্ছ তুমি বিদেশী ডিগ্রি
দু’ চোখে ছায়া ছায়া স্বপ্ন
মুঠো মুঠো ইউরো , ডলার
নিশি পাওয়া তরতাজা যৌবন
ছুটে চলে সেই মোহে–
ভুলে যায় রকের আড্ডা
হারুদার চায়ের দোকানে
গলার স্বরে তুফান তুলে
রাজনীতি থেকে পূজোর চাঁদা তোলা
খবরের কাগজে চোখ রাখা
দেশ বিদেশের সব খবর
সবাই ওরা সব জান্তা
মাটির ভাঁড়ে বাকিতে চা
সন্ধ্যার শঙ্খধ্বনি বাড়ি ফেরার তাড়া
মা, বাবা , দাদু , ঠাম্মা
আত্মীয় স্বজন ,বন্ধু, বান্ধবী
সব ছেড়ে দেয় সব বিদেশে পাড়ি
টেমসের তীরে কেটে যায় দীর্ঘ সময়
চুলে পাক , অবসন্ন শরীর
ছেড়ে চলে গেছে লিভ টুগেদার করা
বিদেশিনি বান্ধবী —
রোজ রোজ বিদেশি ভোজ
জিহ্বাতে মায়ের হাতের রান্নার খোঁজ
দুধের স্বাদ ঘোলে মেটাতে
ঢুকে পড়ে ইন্ডিয়ান রেস্তরাঁতে
বিরিয়ানি, ল্যাম্ব কারী
কালি ডাল , চিকেন তন্দুরি
রেশমি কাবাব , ম্যাঙ্গো লস্যি
হজম করতে এসব চুমুক চুম্বন
সুদৃশ্য কাঁচের গ্লাসে রেড ওয়াইন
বিছানাতে গড়াগড়ি ঘুম হীন চোখ
ল্যাপটপে চলছে সিনেমা ‘ পথে হলো দেরী ‘
উত্তম সুচিত্রা নস্টালজিয়া –!!
স্বদেশে ফিরে যেতে মন হয় যে ব্যাকুল
মা আর বাবা ছাড়া —
চাই না কেউ ফিরুক খোকন—
আমার অমুক আর তেনার তমুক
বিদেশে আছে বলে অনেকেই পায় বড়ো সুখ
ফিরে এলে বিদেশ থেকে
যেন তাদের মান যাবে
অতএব ভালো হবে
বিদেশে থেকে আনা উপহার টুপহার
বিলিয়ে টিলিয়ে দিয়ে
যাও ফিরে বিদেশে–
কি আছে এ পোড়াদেশে–?
ক্ষত বিক্ষত মন–
বাজছে সেল ফোন
বাবার ব্যকুল স্বর কেমন আছিস রে খোকন ?
মায়ের কথার থেকে বেশি শোনা যাচ্ছে ক্রন্দন —
টেমসের তীরে দু’চোখের দৃষ্টি হয় ঝাপসা
ভারী চশমার কাঁচে বাষ্প বৃষ্টি হয়েছে জমা–
বাজছে সেল ফোনে রিং টোন
‘ সারে জাঁহাসে আচ্ছা–
হিন্দুস্তাঁ হামারা –হামারা–‘
ফিরে পাওয়া কিছু কথা ডাকে যেন নব রূপে
বাতির তেল সম ইচ্ছে টা জ্বালিয়ে রাখে
শেষ কটা দিন
জননী জন্ম ভূমির চুম্বক টানে
ফিরে আসতে চায় এভাবেই বহুজনে-।
“””””””””””””””””””””””””””””””””””””””””””””
সূর্যকন্যা তপতী

Powered by themekiller.com