Breaking News
Home / বিচিত্র খবর / বদলে যাই ক্রমাগত

বদলে যাই ক্রমাগত

বদলে যাই ক্রমাগত
-মো.হুমায়ুন কবির

সময়ের হাত ধরে এগিয়ে এলে তুমি
বললে: চেঞ্জ
প্রয়োজন এখন বদলে যাবার
অতঃপর বর্তমানের গা ছুঁয়ে
হয়ে উঠলে আধুনিকা
যেন ভোকাট্টা ঘুড়ির দিকে
দৌড়ে গেলো এক অবুঝ বালক
বুকের ভেতরে যার অগাধ ইচ্ছে শুধু
উচ্ছ্বল বাসনা কেবলই
অথচ দ্যাখো না একবার
আমিও কেমন বদলে গেছি
কতোটা সমকালীন করেছি নিজেকে
তুমিতো ফিরবে না ফিরতে পারোনা জানি
যদি হই সমৃদ্ধ বলিষ্ঠতায় তৃপ্ত
কিংবা প্রাচুর্যের স্বাচ্ছন্দ্যে টইটম্বুর
তবু জানি
না পাবার বেদনাই আমার আজন্ম সাথী
বুঝি তাই আমি
শূন্যতা শূন্যতা বলে চীৎকার করতে করতে
ছুটে যাচ্ছি ক্রমাগত
কবিতার নিশ্চিত নিলয়ের দিকে।

Powered by themekiller.com