Breaking News
Home / Breaking News / কবি মিটু সর্দার এর কবিতা “হাজার বছরের নির্ঘুমতা”

কবি মিটু সর্দার এর কবিতা “হাজার বছরের নির্ঘুমতা”

হাজার বছরের নির্ঘুমতা
✑ মিটু সর্দার

রিমঝিম বৃষ্টির রিনিঝিনি সুর
গোধূলিলগ্ন থেকে হ’য়ে আছি বিভোর
দশ বছরের যাতনা, হ’য়ে গিয়েছে মোর বাসনা
ফিরে আসতে চেয়েও কেন ফিরে আসোনা।

টিনের চালে বৃষ্টির শব্দ, হৃদয় করে দেয় স্তব্ধ
হারিয়ে যাই ফেলে আসা ভুবনে
আমার অস্তিত্বকে কুঁড়ে কুঁড়ে খায় গোপনে
তাকিয়ে থাকি জানালার ফাঁকে ক্লান্ত নয়নে।

বৃষ্টির সুর ঘুম করে দেয় দূর, নির্ঘুমতায় হয় ভোর
এ সুর বাজে না তোমার কানে, দোলা দেয়না প্রাণে
ইটের দেয়াল ঘিরে রাখে তোমায়
বৃষ্টির এ সুর কি করে মনে করিয়ে দেবে আমায়।

বৃষ্টিতে ভিজে গর্তে জমানো জলে সাঁতার কাটে
ডানা ঝাপটিয়ে স্নান করে একজোড়া পাতিহাঁস
সাধজাগে, স্বপ্নগুলো দানা বাঁধে অংকুরিত হতে চায়
আমিও একবার বৃষ্টির জলে তোমাকে নিয়ে ভিজতে চাই।

হাজার বছর ঘুমাতে পারিনি
এক করতে পারিনি দুচোখের পাতা
তুমি ফিরে এলে তোমার বুকে মাথা রেখে
পুষিয়ে নিবো হাজার বছরের নির্ঘুমতা।

Powered by themekiller.com