Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ সোহেল রানা এর কবিতা “কানাকে দেখাতে নেই পথ”

কবি মোহাম্মদ সোহেল রানা এর কবিতা “কানাকে দেখাতে নেই পথ”

🌿👉কবিতা-কানাকে দেখাতে নেই পথ।
✍কলমে-মোহাম্মদ সোহেল রানা।
👉তারিখ-০৭৴১২৴২০২১ খ্রিষ্টাব্দ।

এ ভবের সরল মানুষ সবাইকে
সরল মানুষ ভাবে,
সময়ে তাদের রূপ বদলালে
কষ্ট শুধু পাবে।

নীচ হাতে গড়বে তুমি যাকে
মনের মতন করে,
শিখরে উঠার নেশায় সে
যাবে দূরে সরে।

রঙের দুনিয়া চলছে এখন
রঙের বাহাদুরী,
কাক এখন ময়ূরপঙ্ক্ষী হতে
করে যাচ্ছে হুরাহুরী।

সবাই এখন হতে চায় রাজ্যের
প্রধান মহারাজা,
মহারাজার আসন সেজে তারা
খবর করছে তাজা।

কি অদ্ভুত দুনিয়া এখন দেখো
নেই কোনো নিয়মনীতি,
সকালবেলা দিয়ে কথা সন্ধ্যায়
গড়ালে ভুলে প্রতিশ্রুতি।

মানুষের জবানের কি দাম আছে
বন্ধু একটু ভেবে দেখি?
কথায় কথায় কছম কেটে তারা
বলে যায় শুধু মেকি।

যাকে আমরা শুদ্ধ বলি তার
অন্তরে আছে শয়তান,
হৃদয়ের ভালোবাসা দিয়ে বন্ধু
কষ্টের হবে না অবসান।

সুন্দর চেহারা হলে কি আর
মানুষ সুন্দর হয়,
বেঈমান কি করতে পারে
কখনো এ বিশ্বটা জয়?

মনে রেখো একটি কথা বন্ধু
ভুলে যেওনা ভাই,
মীর জাফর বেঈমানী করে ভুবনে
প্রতিষ্ঠিত হতে পারে নাই।

একটা গাছ লাগিয়ে কয়জন
গড়ে তুলতে পারে?
গাছ লাগিয়ে দুইদিন পরে সবাই
কেনো ভুলে যাও তারে?

ভালোবাসার বন্ধন ছিন্ন করে
হতে চায় প্রতিষ্ঠিত,
লোভে পাপ পাপে মৃত্যু একদিন
তারা হবে লাঞ্ছিত।

কানাকে দেখাতে নেই পথ
গুণিজন গিয়েছে বলে,
ভালো পথ দেখালে কানাকে
হিংসায় শুধু জ্বলে।

ফিরে এসো বন্ধু সবাই এক
বৃক্ষের ছায়া তলে,
যেওনা তুমি দূরে সরে বন্ধু
অন্য লোকের কথায় ভুলে।

Powered by themekiller.com