Breaking News
Home / Breaking News / কবি এম. এন. এস তুর্কী কবিতা ” গ্রাস “

কবি এম. এন. এস তুর্কী কবিতা ” গ্রাস “

গ্রাস
এম. এন. এস তুর্কী

অশুভ শক্তির গ্রাসে বিপন্ন আজ কাব্য ও কবি।
অ-কবির ভীড়ে প্রকৃত কবি এখন মৃত!
সভ্যতাকে উলঙ্গ করে রাস্তায় নাচায় বিবেকের মূল চিন্তাশক্তি, অনুভূতি, সবকিছুর জাগরণ।
তবুও নির্লজ্জের পোশাক পরিহিত অবস্থায় স্বীকৃতি দেয় তাদের রাষ্ট্র ও সমাজ ।

এটাও দেখি আজ বুর্জোয়াদের দখলে!
এটাতেও অঘোষিত থাবা বসিয়েছে হায়ানারা কবি ও কবিতার বুকে।
অর্থ ও ক্ষমতার কাছে হেরে যায় প্রকৃত কবি স্বত্ত্বার অস্তিত্ব!
কি উপহাসের ছুরি চালাচ্ছে না তারা কাব্য ও কবিদের বুকে প্রতিনিয়ত।
অথচ, একজন প্রকৃত কবি জাগ্রত করে জাতির বিবেক আর বলে দেয় স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে অবিচ্ছেদ্যের গভীর কথা।
তবুও সমাজের করতালির স্নানে প্লাবিত হয়না তাঁদের দেহ-মন, হয় যত সব এখন অ-কবিরা!

তাংঃ ০৪/১২/২০২১ ইং
বারঃ শনিবার
সময়ঃ ৯.৩৯ সকাল
স্থানঃ শংকরপুর, যশোর।

Powered by themekiller.com