Breaking News
Home / বিচিত্র খবর / তুমি ডেকেছো তাই

তুমি ডেকেছো তাই

তুমি ডেকেছো তাই

-মোহুমায়ুন কবির

তুমি আমায় ডেকেছিলে ঘাসের গালিচায়
তাই, অন্য কোথাও যাইনি আর
আমায় ডেকেছিলো চাঁদনি রাতের মেঠোপথ
দূর দিগন্তের প্রান্তসীমা, ঝাউবন
মুক্তোদানার মতোন বিন্দু শিশির
ডেকেছিলো সন্ধ্যাতারা, শুকতারা, ধ্রুবতারা
গাঙপাড়ের ওই উদাসী বাতাস
পালতোলা নাও, উছলে পরা ঢেউ
কোন অজানায় নিয়ে যাবে বলে
ডেকেছিলো তীব্র সমুদ্রস্রোত
ভোরের কুয়াশা, শিউলি, শেফালি, বকুল
ঝরা পাতার মর্মর কান্না
দোয়েল, কোয়েল, শালিকের ঝাঁক
ধবল বক, মায়াবি পায়রা
ডেকেছিলো নিঃসীম নীলিমা
প্রেমপত্রের মতো নির্মল মেঘ, অঝোর ধারা
তুমি ডেকেছিলে নরোম ঘাসের গালিচায়
তাই আমি যাইনি কোথাও আর
আজ তুমি সেই স্মৃতিভেজা ঝর্ণাতলার ঘাস
বুকের মসৃণে ধরে রাখো শিশির কান্না
তুমি ডেকেছিলে তাই
আমি অন্য কোথাও যাইনি আর!

০৪.১২.২০২১

Powered by themekiller.com