Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কলেজ শিক্ষার্থী আহত-২

চাঁদপুর কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কলেজ শিক্ষার্থী আহত-২

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছে ২ জন। মৃত্যু বরণ কারীরা হচ্ছে কচুয়া উপজেলার কোয়া গ্রামের মফিজ সরদারের পুত্র রিফাত হোসেন(২৪) , নিশ্চিতপুর গ্রামের মান্নানের পুত্র সাদ্দাম হোসেন (২৫) ও দোয়াটি গ্রামের রাজকুমারের কন্যা উর্মী মজুমদার(২৪) । এছাড়াও আহত হয়েছে সিএনজির চালক মনির হোসেন(৩৩)ও যাত্রী ইব্রাহীম(২৫)। গুরুতর আহত চালক মনিরকে কুমিল্লা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশংকা জনক। অপর আহত ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত ২জন কুমিল্লা ভিকটোরিয়া কলেজের মাষ্টার্স শেষ বর্ষের ও অপর ১জন চাঁদপুর সরকারী কলেজের শিক্ষার্থী। সকাল ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের কাদির ডাক্তারের বাড়ি সংলগ্নে রামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও কচুয়া থেকে হাজীগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনার স্থানে আমরা দ্রুত পৌছে ঘাতক বিআরটিসি বাসটিকে জব্দ করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Powered by themekiller.com