প্রিয় একজন
কবি তুলোশী চক্রবর্তীএ পথের শেষ কোথায়কি
জানি কতো দুরে,শে
ষে কি আছে সুখ
না মিশে যাবো নীল সমুদ্দুরে,
প্রিয় কি আসবে ফিরে
কোনো একদিন
সাদা কালো জীবনটা আমার
হবে কি রঙ্গিন ?
চিনবে কি সে আমায়
জানে সে ?আমি কত অভীমানী
আমায় কিগো সেই জন
ভালোবেসে বুকে নিবে টানি,
দেখিনা কত কাল
সেই প্রিয় মুখ
যার লাল অধরের হাসি
কেডেছে চিবুক।