Breaking News
Home / Breaking News / জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় মতলব উওর উপজেলা নির্বাহী অফিসারকে সম্মননা স্মারক প্রধান।

জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় মতলব উওর উপজেলা নির্বাহী অফিসারকে সম্মননা স্মারক প্রধান।

এইচ এম ফারুক :
জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ মাছ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারকে সম্মাননা স্মারকপত্র পেয়েছেন। সরকার ৭ থেকে ২৮ অক্টোবর নদীতে মা ইলিশ মাছ ধরা বন্ধ থাকলেও জেলারা আইন অমান্য করে মা ইলিশ ধরার কারনে প্রশাসন অভিজানে মা ইলিশ রক্ষা কার্যক্রমে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারকে কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাদিক।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান সরকারে দেএয়া আমার উপর অর্পিত দায়িত্ব পলন করতে নদীতে জীবনের ঝুঁকি নিয়ে আমি কার্যক্রম চালি গেছি। ভবিস্যতে সরকারি দায়িত্ব সঠিক মতো পালন করতে সকলের সহযোগীতা কামনা করছেন।

Powered by themekiller.com