Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” সভ্যতার দি এন্ড”

কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” সভ্যতার দি এন্ড”

কবিতা — সভ্যতার দি এন্ড
শ্যামল ব্যানার্জী
২০/১১/]২০২১

চলো, দি এন্ড করে দেই এই মানব সভ্যতার।
বাঁশ ঝাড়ে প্রচুর বাঁশ। ওগুলো উপরে ফেলে দেই জঞ্জালে।
ভালো করে বাঁচতে চাই, বিকল্প নাই,
বাঁশ ঝাড় ওপরাতেই হবে।
তুমি যদি মনে করো, এখনও সম্পুর্ন সুখী তুমি,
তাহলে, তুমি এক প্রাজ্ঞ মানুষ। এক ঋষি তুল্য।
তোমার এ পৃথিবীতে নয় অন্য কোনো গ্রহে যাও।সভ্যতার স
আমরা সাধারণ ক্লিষ্ট মানুষ, অসুখী লড়াকু সৈনিক।
চলো তবে, দি এন্ড করে দেই এই মানব সভ্যতার।
আগুন লাগাই যত বস্তা পুরোনো নীতি কথায়।
মানব বিরোধী সব তত্ব কথায়।
চল৷যাই, আগুন লাগাই।
কে আছো আগুয়ান হতে পারো সত্যের মুখোমুখি,
তছনছ করে দিতে পারো,
যত মিথ্যের আবাস ভুমি।
আমি তুমি একাই একশো জেনো,
তবু সংসয়, পিছিয়ে যাবে নাতো তুমি?
ইতিহাস বলছে অনেক কথা, থাকনা সে সব,
তুমি যদি ভরসা দাও, এ লড়াইটা আমি লড়তে পারি।
তা হলে সেই কথা বহাল থাক,।
এ পৃথিবী ভেঙেচুরে আমরা গড়ি এক নুতন পৃথিবী,
যেখানে ক্লেদ নেই, দুঃখ নেই.. অশান্তির আগুন জ্বলেনা কোথাও,
মানুষ হয়েছে কোথাও মানুষের মতো
স্পর্ধা দেখাতে সে দেব তুল্য এক মানুষ।
আমি সব বাধা মেনে চলেছি এক
মানুষের সেবায়, সে তো এক তোমার পদক্ষেপ কিংবা আগামী ভবিষ্যৎ।

Powered by themekiller.com