Breaking News
Home / জাতীয় / ধবল কবিতা

ধবল কবিতা

ধবল কবিতা
-মো.হুমায়ুন কবির

সাদা, কেবলই সাদা!
সফেদ শাড়ি পরে তুমি
এসেছো কাশবনে
কোথায় গেলে মিশে
আমিযে খুঁজেই পাচ্ছিনা তোমাকে
কাশফুল আর তুমি একাকার!
আকাশে ভেসে যায় তুলোমেঘ
কী নির্মল সাদা প্রতিচ্ছবি
জলের আঙিনায়
তুমি কোথায়……?
হঠাৎ তুমি বলে উঠলে
এইযে আমি জলের ভেতরে
আমি জলে তাকালাম, নেই
সারা কাশবন হাতরে বেড়ালাম
তুমি নেই
আকাশের তুলোমেঘে
খুঁজে বেড়াই, নেই!
তাহলে তুমি কী কাশফুল হয়ে
আমার হৃদয়ে প্রস্ফুটিত হয়েছো
নাকি তুলোমেঘ হয়ে
যাচ্ছো দূরে কোথাও, দূরে………!

Powered by themekiller.com