Breaking News
Home / Breaking News / মেঘ পাহাড়ের কাব্য

মেঘ পাহাড়ের কাব্য

মেঘ পাহাড়ের কাব্য
-মো.হুমায়ুন কবির

পাহাড় চূড়ায় যায় ছুটে যায়
তুলো মেঘের দল
কে কে যাবি মেঘ ধরতে
আয় ছুটে আয় চল।

ঘাসের দেয়াল যাই মাড়িয়ে
উঠবো সবাই পাহাড়ে
মায়াবি ওই মেঘেরা সব
যায়রে ভেসে আহারে।

হাতের মুঠোয় মেঘ ধরতে
হাত বাড়ালে যেই
অমনি আমি পেছন থেকে:
এ কী করছো এই!

বললে তুমি: মেঘ হয়ে আজ
উড়বো নীলিমায়
বুনোলতায় পারবেনা আর
বাঁধন দিতে পায়!

Powered by themekiller.com